সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলহাজ শেখ গ্রেপ্তার

বগুড়া জেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলহাজ শেখ গ্রেপ্তার

বগুড়া সংবাদ :বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দীন।

জানা গেছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন জেলা যুবলীগের এই দুর্ধর্ষ নেতা। মঙ্গলবার তিনি বাড়িতেই আছেন-এমন খবর পেয়ে রাত ১২টার দিকে সদর থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এসময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আটতলা ভবন থেকে জীবনের ঝুঁকি নিয়ে অন্য ভবনে লাফ দেন। তারপরেও তার শেষ রক্ষা হয়নি। সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের তিন ঘণ্টার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

Check Also

বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

বগুড়া সংবাদ :  বৈষম্যবিরোধী জুলাই ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *