বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়ায় এক হাজার অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে শহরের উপশহর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, সাংগঠনিক সম্পাদক কে এম খাইরুল বাশার, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোকলেছুর রহমান, ১৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশেদ প্রমুখ।