সর্বশেষ সংবাদ ::

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বুলু প্রধান অতিথি থাকায় রাণীনগরে ছাত্রদলের অনুষ্ঠানে যাননি উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বুলু প্রধান অতিথি থাকায়
রাণীনগরে ছাত্রদলের অনুষ্ঠানে যাননি উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যাননি উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক এবং সাংগঠনিক দুই সম্পাদক। তাদের, ভাষ্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলুকে অনুষ্ঠানে প্রধান অতিথি করায় প্রোগ্রাম বর্জন করেছেন তারা।

জানাগেছে,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণ্যাঢ্য আয়োজন করে রাণীনগর উপজেলা ছাত্রদল। বুধবার সকাল ১১টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুকে প্রধান অতিথি,রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলীকে প্রধান বক্তা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেনকে বিশেষ অতিথি করা হয়। কিন্তু অনুষ্ঠানে সভাপতি-সম্পাদক এবং দুই সাংগঠনিক সম্পাদক যোগ দেননি।
উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল বলেন,বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু ভাইকে বাদ দিয়ে উপজেলা বিএনপির সভাপতিকে প্রধান অতিথি এবং সম্পাদককে বিশেষ অতিথি করার দাবি করেছিলেন সম্পাদক মোসারব হোসেন। কিন্তু জেলা ছাত্রদলের পরামর্শক্রমে মোসারব ভাইদের সাথে বসে বিষয়টি মিট করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অনুষ্ঠানে বুলু ভাই প্রধান অতিথি থাকায় তারা আসেননি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন,গত ২০১৮সালের পর থেকে আনোয়ার হোসেন বুলু ভাইকে মাঠে দেখা যায়নি। আওয়ামীলীগ সরকারের পতনের পর হঠাৎ করেই তিনি মাঠে নেমে বিশৃংখলার চেষ্টা করছেন। তিনি বলেন, বুলু ভাই কেন্দ্রীয় বিএনপির সদস্য,তিনি এই উপজেলায় যে কোন অনুষ্ঠান করলে অবশ্যই আমাদের সাথে সমন্বয় করার কথা। কিন্তু এরই মধ্যে পর পর দুইটি প্রোগ্রাম করেছেন অথচ আমাদেরকে জানাননি। তিনি আরো বলেন, ছাত্রদলের আহবায়ককে আমরা পরামর্শ দিয়েছিলাম তারা যেনো ছাত্রদলের কাউকে প্রধান অতিথি করেন কিন্তু সেটাও তারা শোনেনি। তাই অনুষ্ঠানে বুলু ভাই প্রধান অতিথি থাকায় আমরা যাইনি।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু বলেন,সভাপতি- সম্পাদক কেন অনুষ্ঠানে আসেননি সেটা আমি বলতে পারবোনা। হয়তো আগামী দিনগুলোতে যে অনুষ্ঠানগুলো হবে সেটাতে আসবেন।
উল্লেখ্য, রাণীনগর উপজেলা ছাত্রদলের আয়োজনে বুধবার বেলা ১১টায় ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এলক্ষে বেলা ১১টায় বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুলের সভাপতিত্বে এবং ছাত্রদলের সদস্য সচিব নওশাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস,সাবেক সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাসেল খাঁন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোজাক্কির হোসেন,যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন মন্ডল,সদস্য আনোয়ার হোসেন,সেচ্ছা সেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ কালীগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল আলিম প্রমূখ। অনুষ্ঠানের শেষাংশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *