বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহীন আলম(২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত শাহীন আলম নওগাঁ সদরের ঘাট তিলকপুর এলাকার নূর ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় নিয়ামত ইসলাম(৩০) নামের একজন্য গুরুতর আহত হয়েছেন। আহত নিয়ামত দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার মেঘা মহল্লার খাইরুল ইসলামের ছেলে। গত ৩১ডিসেম্বর মঙ্গলবার বিকালে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার সাহারপুকুর বাজারের অদূরে মোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, ঘটনার দিন বিকালে শাহীন মোটরসাইকেল নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে দ্রæত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শাহীন আলমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত নিয়ামত বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে(শজিমেক) চিকিৎসাধীন রয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় শাহীন আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত আরেকজন বর্তমানে শজিমেকে চিকিৎসাধীন রয়েছেন।