বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৮ ও ৯ জানুয়ারী দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগীতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড।
উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান, মৎস্য অফিসার রাশেদ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম, অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক, রাসেদ মোহাম্মাদ সাজ্জাদুর রহমান, ইসমাইল হোসেন, আব্দুল মান্নান, প্রধান শিক্ষক সোহেল আকতার, আব্দুল হালিম দুদু, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক শহীদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।