বগুড়া সংবাদ : গত সোমবার রাতে জামিলনগর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (ইডিসিএল) বগুড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ইডিসিএল সভাপতি আব্দুত তাওয়াবের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী। আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের শহর সভাপতি আজগর আলী, বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদক এরশাদুল বারী এরশাদ, আসলাম হোসেন বিপু, শহর সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, জুলফিকার আলী বাবু, আব্দুল হাই প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিগত ফাসিস্ট সরকারের সময় যারা আন্দোলনে চাকুরীচ্যুত হয়েছেন তাদের পূন: বহালের জোর দাবী জানান।
শেষে আব্দুত তাওয়াব কে সভাপতি ও নাজমুল ইসলাম কে সাধারন সম্পাদক করে ৩৫ সদতস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়। খবর বিজ্ঞপ্তির।
ক্যাপশন:
গত সোমবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড (ইডিসিএল) বগুড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ’২৪ অনুষ্ঠিত হয়।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …