সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় রহমত হোসেন (২৭) নামের এক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহমত উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ দলবদ্ধভাবে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় গত ২৫ আগষ্ট রাতে আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার সকালে রহমত হোসেনকে কোমারপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, ওই দিন দুপুরে গ্রেপ্তারকৃত রহমত হোসেনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *