বগুড়া সংবাদ: বগুড়া উপশহর হাউজিং সোসাইটির সভাপতি ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন উপশহরের বাসিন্দা রাখিমা সুলতানা। তিনি লিখিত বক্তব্যে বলেন, “আমার শ্বশুর আব্দুল হান্নান প্রায় ২৫ বছর ধরে বগুড়ার উপশহর হাউজিং সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে বারবার নির্বাচনে পরাজিত অংশের ব্যক্তিরা সম্প্রতি ১৮/১০/২০২৪ইং তারিখে কমিটির মেয়াদ থাকার পরও তালা ভেঙ্গে সোসাইটির কার্যালয় দখল করেছেন। ঘটনার পর আমার শ্বশুর আব্দুল হান্নান নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি এবং এই প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে দখলের বিষয়টি অবহিত করেন। প্রতিপক্ষ সন্ত্রাসী কায়দায় হাউজিং কার্যালয় দখল করার কারণে, বিষয়টি নিয়ে আমার শ্বশুর বা আমার পরিবারের কেউ আর কোনো ধরনের বিবাদে জড়ান নি প্রশাসন এবং গণমাধ্যমকে অবহিত করা ছাড়া। কিন্তু কার্যালয় দখলের বিষযয়টি নিয়ে প্রশাসনকে জানানো এবং সাংবাদিকদের অবহিত করার কারণে প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে আমাদের পরিবারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করে। তাদের ইন্ধনে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গত ৪ ডিসেম্বর সদর থানায় দায়ের করা মামলাসহ বেশ কয়েকটি মামলায় আমার শ্বশুর আব্দুল হান্নান এবং আমার স্বামী উপশহর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমানকে আসামী করা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার শ্বশুর আব্দুল হান্নান এবং আমার স্বামী আতিকুর রহমান কখনোই কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। উপশহর এলাকায় সরেজমিন তদন্ত করলে আপনারা এর সত্যতা নিশ্চয়ই পাবেন। হাউজিং সোসাইটির কার্যালয় দখলের প্রতিবাদ করায় এবং দুই যুগেরও বেশি সময় ধরে নির্বাচনে পরাজয়ের ক্ষোভ থেকে আমার শ্বশুরের প্রতিপক্ষ প্রতিহিংসা ও ষডযন্ত্রমূলকভাবে আমাদের পরিবারকে হয়রানি করতেই মামলাগুলো দায়ের করেছে। তার একটি মামলায় গত প্রায় তিন সপ্তাহ ধরে আমার স্বামী আতিকুর রহমান বগুড়া কারাগারে রয়েছেন। আর আমার ৭৪ বছর বয়স্ক অসুস্থ শশুর আব্দুল হান্নানকে গ্রেপ্তার এড়াতে এখানে ওখানে পালিয়ে থাকতে হচ্ছে। উপশহর হাউসিং সোসাইটির কার্যালয় কারা কীভাবো দখল করেছে সে বিষয়ে আপনারা অবগত আছেন এবং তা বিভিন্ন গণমাধ্যমেও সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই ঘটনার জেরে ষড়যন্ত্রমূলকভাবে আমার শ্বশুর এবং স্বামীকে রাজনৈতিক মামলায় আসামি করে আমাদের মত একটি অরাজনৈতিক পরিবারকে হয়রানি করা হচ্ছে। আমরা এমন হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা থেকে আমার শশুর আব্দুল হান্নান এবং আমার স্বামী আতিকুর রহমানকে অব্যাহতি দেয়ার দাবি জানাচ্ছি। ইতোমধ্যে আমরা এই হয়রানি মূলকমামলা প্রত্যাহারের জন্য অন্তবর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ‘হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি’র কাছে যথাযথ তথ্য প্রমানসহ আবেদনও করেছি। এখন জাতির বিবেক সাংবাদিকবৃন্দই তাদের সত্য লেখনীর মাধ্যমে আমাদের পরিবারকে এই মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্ত করতে প্রধান সহায়ক বলে, আমরা মনে করি। তাই উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি মিথ্যা ও হয়রানীমূলক এই মামলার প্রকৃত সত্য তুলে ধরে এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে জাতির সামনে উপস্থাপনের জন্য আমাদের আকুল নিবেদন রইলো।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …