বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘিতে নাগর নদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরমঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের সময় শ্যালো চালিত একটি ড্রেজার, একটি এস্কেকেভেটর মেশিন ও সরমঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের সময় শ্যালো চালিত একটি ড্রেজার, একটি এস্কেকেভেটর মেশিন ও বালু বহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক্টর জব্দ করেন। শনিবার বিকেল সাড়ে ৫ টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে আদমদীঘির কুন্দগ্রাম ও চঁপাপুর এলাকার নাগর নদীর কালিতলা নামক স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা উপস্থিত ছিলেন। এদিকে অভিযানের বিষয়টি খবর পেয়ে নাগর নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারি চক্র পালিয়ে যায়।
আদমদীঘিতে নাগর নদীতে যৌথবাহিনীর অভিযান ; বালু উত্তোলনের সরঞ্জামান জব্দ
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নাগর নদীর কালিতলাসহ কয়েকটি দীর্ঘ দিন যাবত এক শ্রেনির প্রভাবশালী ব্যক্তি অবৈধ ভাবে শ্যালো চালিত ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীরে বোরিং করে বালু উত্তোলন ও নদীর পাড়ে এস্কেকেভেটর দিয়ে মাটি খনন করে তা ট্রাক্টরের মাধ্যমে বহন করে অন্যত্র বিক্রি করে আসছিল। ভ্রাম্যমান আদালত মাঝে মধ্যে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ ও বেশ কিছু ব্যক্তির জরিমানা করলেও থামছিল না এই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নদীর বাঁধের ক্ষতিসাধন করা। গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ নেতৃত্বে যৌথবাহিনী নাগর নদীর কালিতলা নামক স্থানে অভিযান চালিয়ে শ্যালো চালিত একটি ড্রেজার মেশিন, একটি এস্কেকেভেটর (ভেকু) মেশিন, বালু ও মাটি বহন কাজে ব্যবহৃত ৩টি ট্রাক্টরসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।