সর্বশেষ সংবাদ ::

৩১ সদস্য বিশিষ্ট উদীচী বগুড়া জেলা কমিটি গঠিত

৩১ সদস্য বিশিষ্ট উদীচী বগুড়া জেলা কমিটি গঠিত।

বগুড়া সংবাদ: ২৪ তম জেলা সম্মেলনের উদ্বোধন পরবর্তী কাউন্সিলের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট উদীচী বগুড়া জেলা কমিটি গঠন করা হয়েছে।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুকে সভাপতি  এবং শাহীদুর রহমান বিপ্লবকে সাধারণ  সম্পাদক হিসেবে পুণঃনির্বাচিত করা হয়েছে।
অধিবেশনের শুরুতে সকল বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট ও অর্থ রিপোট পেশ করা হয়। অধিবেশনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং সংগীত বিভাগের সম্পাদক সুরাইয়া পারভীন উপস্থিত ছিলেন।
কমিটিতে আরিফুর রহমান, এ্যাড. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, দিলীপ কুমার দাস সমর সহ-সভাপতি, আরিফুল হক খান রনিক সহ-সাধারণ সম্পাদক, আহসান হাবিব কোষাধ্যক্ষ, কামরুন মুনিরা ডালিয়া, সজিব প্রামানিক, আকাশ সরকার, সুকমল চন্দ্র দাস, কথা মনি পিউ, অংকিতা দাশ সম্পাদক, মোস্তাফিজুর রহমান ফিজু, ফিরোজ হামিদ খান রেজভী, ফিরোজ আখতার পলাশ, আশরাফুল ইসলাম মুক্তা, মাহমুদ হোসেন পিন্টু, বেলাল উদ্দিন আহমেদ, দিলীপ কুমার মোহন্ত, সাখাওয়াত হোসেন শিপন, খাদিজা আক্তার মিতু, শিলা পারভীন, এ আর এম মাসুম, ওসমান গনি, রণজিৎ কুমার সাহা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটিতে ৩ টি পদ ফাকা রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে।
নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান
উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
কাউন্সিল অধিবেশন থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সম্মেলন বিষয়ে অবহিত করা সত্ত্বেও সম্মেলনে পুলিশী বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসাথে নিপীড়িত মানুষের গান গাইবার পাশাপাশি মানুষের মুক্তির জন্য, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *