সর্বশেষ সংবাদ ::

শেরপুরে আলুরক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

শেরপুরে আলুরক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

বগুড়া সংবাদ : বীজ, সার সংকটসহ নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে বগুড়ার শেরপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। উপজেলার এক অঞ্চলে আলু রোপন, অন্যদিকে আরেক অঞ্চলে অল্পদিনের মধ্যেই বাজার জাত করা হবে সেই আলু গাছের পরিচর্যা হচ্ছে সমান তালেই।উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার হেক্টর কিন্ত বাস্তবে এর চাইতে অনেক বেশি পরিমান জমিতে আলু রোপন করা হয়েছে। গত বছর আলু চাষে কৃষকরা লাভবান হওয়ার ফলে এবারো দ্বিগুন উৎসাহে আলু চাষে ঝুকে পড়ে। উপজেলার শালফা গ্রামের কৃষক গোলাম মোস্তফা জানান, আমি ২ বিঘা জমিতে আগাম আলু চাষ করেছি। ১৫ দিনের মধ্যেই জমি থেকে উঠিয়ে বাজারজাত করতে পারবো। আশা করছি এবার ভাল দামে বিক্রি করতে পারবো।খিকিন্দা গ্রামের মিজান, ইকবাল, বাবলু ও ফারুক জানান, প্রায় ১ মাস হল আমাদের জমিতে আলু বীজ রোপন শেষ হয়েছে। এবার বীজ ও সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেশি পরবে। যদি আবহাওয়া অনুকুলে থাকে তবে ফলন বেশি পাব বলে আশা করছি। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফারজানা আকতার বলেন, সংকট কাটিয়ে কৃষকরা আলু রোপন প্রায় সমাপ্ত করেছেন। তিনি আরো বলেন পুর্বাঞ্চলের কিছু কৃষক মৌসুমের শুরুতেই আলু রোপন করেছিল যেগুলো আসতে আসতে বাজারে আসছে।

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *