সর্বশেষ সংবাদ ::

কাহালুর শীর্ষ সন্ত্রাসী আতা ও তার সহযোগী বিপুল চন্দ্র ঢাকা আশুলিয়া থেকে গ্রেফতার

কাহালুর শীর্ষ সন্ত্রাসী আতা ও তার সহযোগী বিপুল চন্দ্র ঢাকা আশুলিয়া থেকে গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুর আতা বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান ওরফে আতা (২৮) ও তার সহযোগী শ্রী বিপুল চন্দ্র বর্মন (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাবের সহযোগীতায় কাহালু থানা পুলিশ গত শনিবার দুপুরে ঢাকা আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আতাউর রহমান ওরফে আতা কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিবাকলমা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র ও শ্রী বিপুল চন্দ্র বর্মন একই গ্রামের শ্রী মন্টু চন্দ্র বর্মনের পুত্র। জানা যায়, আতা বাহিনীর প্রধান আতাউর রহমান ওরফে আতার নেতৃত্বে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন ও শাজাহানপুর উপজেলার কিছু এলাকার তার বাহিনী নিরীহ জনসাধারণ ও হিন্দু সম্প্রদায়ের ভূমিদখল, চাঁদাবাজি, মারপিট সহ বিভিন্ন অপরাধ করে আসছিল। সর্বশেষ গত ৩০ আগষ্ট রাতে আতার নেতৃত্বে তার বাহিনী উপজেলার শিবাকলমা হিন্দুপাড়া গ্রামে শ্রী ফনিন্দ্রনাথ সরকারের বাড়ীতে জোরপূবর্ক ঢুকে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদার দাবি করে। শ্রী ফনিন্দ্রনাথ সরকার চাঁদার টাকা না দিতে চাইলে তাকে মারপিট করতে থাকে। এ সময় তার স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশী শ্রী সখাচন্দ্র সরকার এগিয়ে আসলে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাতœক জখম করে। এ খবর
ছড়িয়ে পরলে গ্রামবাসীর সাথে আতা বাহিনীর মারপিট কালে আতা সহ অন্যান্য পালিয়ে গেলেও গ্রামবাসীর গনপিটুনিতে আতার বাহিনী সদস্য রাকিব ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় শ্রী সখাচন্দ্র সরকারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে আতা ও তার বাহিনী আতœগোপন করেন। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান শাহিন জানান, আতার বিরুদ্ধে কাহালু থানা সহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, মারপিট সহ বিভিন্ন অভিযোগে ৯ টি মামলা ও তার সহযোগী বিপুল চন্দ্রের বিরুদ্ধে
৫টি মামলা রয়েছে।

Check Also

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সুষ্ঠু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *