সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে লালদল বিজয়ী

সোনাতলায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে লালদল বিজয়ী

বগুড়া সংবাদ : মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে লালদল ও সবুজদল অংশ গ্রহণ করে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেললেও অবশেষে লালদল সবুজদলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। গতকাল রোববার বিকেলে স্থানীয় মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে মাঠের চতুর্দিকে ক্রীড়ামোদীদের উপচে পড়া ভীড় ছিল। খেলোয়াড়দের উৎসাহ যোগাতে ক্রীড়ামোদীরা করতালি দিতে থাকে। খেলা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বিজয়ীদলের খেলোয়াড়দের হাতে পুরস্কারের বই তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক, সমবায় কর্মকর্তা অপূর্ব চন্দ্র দাস,সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা,রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,উপজেলা জাসাস সভাপতি উজ্জ্বল হোসেন খোকন,বিশিষ্ট খেলোয়াড় আবু সায়েম চঞ্চল, যুবদল নেতা পাভেল,ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান চাঁদ ও জরিফুল ইসলাম-সহ অনেকে। খেলা পরিচালনা করে রাকিব হোসেন জুয়েল। পুরস্কার বিতরণ পূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য দেন।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *