বগুড়া সংবাদ: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরাম কর্তৃক এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ১ম পুনর্মিলনী-২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ও অবসরপ্রাপ্ত সকল শিক্ষকগণকে সম্মাননা উপহার প্রদান করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী মাদ্রাসা মাঠে এই পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই রেজিষ্ট্রেশন, উপহার ও সকালের নাস্তার আয়োজন করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন, পূনর্মিলনীর শুভ উদ্বোধন, নান্দনিক র্যালী, র্যালী শেষে চা বিরতির পর অতিথি বৃন্দের আসন গ্রহন, পবিত্র কোরআন তেলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে বরণ, আলোচনা পর্ব, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ। এরপর যোহরের সলাতের পর দুপুরের খাবার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র এর মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাত ও সাবেক সুপার মাওলানা সুৃলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা: আবুল আলম।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপিিস্থত ছিলেন মাদ্রাসার সাবেক ছাত্র শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার, মহাস্থান শাহ সুলতান বলখী র: ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, নগর জে এম ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ মুফতী বিলাল বিন নওয়াব, আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, মাদ্রাসার প্রাক্তন ছাত্র নয় মাইলের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ইসলামী ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান। এসময় পুনর্মিলনী উদযাপক কমিটির সদস্য রুকনুজ্জামান, আব্দুল হালিম, ইব্রাহিম হোসেন, রাসেল আহমেদ, তোফায়েল আহমেদসহ মাদ্রাসার বর্তমান ও অবসরপ্রাপ্ত সকল শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।