

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘিতে পৃথক অভিযানে ২১০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে আব্দুর রশিদ (৩৮) ও নওগাঁর রাণীনগর উপজেলার পারইল মন্ডলপাড়া গ্রামের আব্দুল মসজিদে ছেলে জহুরুল ইসলাম (২৯)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বী বাজার সংলগ্ন এলাকা ও কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের জামে মসজিদের সামনে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে জহুরুল ইসলামের থেকে ১৫ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও আব্দুর রশিদের কাছে থেকে ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে মাদকদ্রব্য আইনে তাদের নামে মামলা করা হয়। পরে দায়েরকৃত মামলায় তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা