সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত


বগুড়া সংবাদ:  দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৪ডিসেম্বর শনিবার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল পদ্মপুকুর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, সকল মসজিদে বাদ যোহর এবং মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় স্মৃতি অম্লানে মোমবাতি প্রজ্জলন। এ উপলক্ষে এ দিন সকালে পদ্মপুকুর বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বধ্যভূমি চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও শিক্ষক সুদেব কুমার কু-ুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্কাউটস সদস্যগণ উপস্থিত ছিলেন।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *