সর্বশেষ সংবাদ ::

বগুড়া কোচিং সেন্টার অ্যাসোসিয়েশনের নয়া কমিটি

বগুড়া সংবাদ:  শনিবার বগুড়া শহরের একটি হল রুমে বগুড়ার কোচিং সেন্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুরাতন কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে নয়া কমিটির গঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি মো. জিয়াউল হক জিয়া সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম মটু তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। উক্ত নির্বাচন পরিচালনা করেন ইউনিক পাবলিক স্কুলের চেয়ারম্যান তনছের আলী পরামানিক নিউ জেনুইন কোচিং সেন্টারের পরিচালক হেলালুল করিম হেলাল ইসলামী নার্সিং এর পরিচালক গাফফার আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মহাস্থান পত্রিকার প্রকাশক ও দ্যা হলি কুরআন এন্ড সাইন্স স্কুলের পরিচালক তানভীর আলম রিমন। এছাড়াও ফেমাস কোচিংয়ের মাহবুব আইলেট কোচিং সেন্টারের রাঙ্গা গোল্ডেন প্লাস এর রুবেল এডমিট সেন্টারের মান্নাফ বিশদ বাংলার মাসুদ স্টার কোচিং সেন্টারে আলমগীর রনি এডুকেয়ারের রনি মেন্টরস্ এর আরিফ আলামিনের ইসমাইল সহ অনেক কোচিং সেন্টারের প্রধান ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কোচিং সেন্টার অ্যাসোসিয়েশন বেগবান করার লক্ষ্যে সকলকে আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। নতুন এই কমিটি আগামী দুই বছর মেয়াদে গঠন করা হয়।

Check Also

জুলাই বিপ্লবের পর জালিমের বিদায় হয়েছে জুলুমের বিদায় হয়নি- অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন বৈষম্যহীন মানবিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *