বগুড়া সংবাদ : সোমবার রাতে বগুড়ার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর ও জেলা শাখার নব নির্বাচিত কমিটির মত বিনিময় অনুষ্ঠান শহর শাখার সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা শামীম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। আরো বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, সেক্রেটারী আতাউর রহমান, শহর সেক্রেটারী আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে থাকলে শত জুলুম নির্যাতন আসবে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের জেলে ভরিয়ে ফাঁসি দিয়ে হত্যা গুম করলেও কেউ দেশ ছেড়ে পালায়নি। দেশপ্রেম বুকে নিয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। ফ্যাসিস্টরা পরাজিত হয়ে দেশের বাইরে গিয়ে দেশবিরোধী যড়ষন্ত্রে লিপ্ত রয়েছে । সকল ষড়যন্ত্র সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করাতে হবে। আগামীতে কল্যাণকর রাস্ট্র গঠনের জন্য তিনি শ্রমিক সমাজের প্রতি আহবান জানান।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …