সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় জরিমানা

শাজাহানপুরে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে কৃষি জমিতে পুরোনো এসিড ব্যাটারি প্রক্রিয়াজাতের মাধ্যমে সীসা প্রস্তুত করে পরিবেশ আইন অমান্য করায় আলমাস হোসেন (৪০) নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। এসময় পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মিকাইল হোসেন এবং শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ রাত সাড়ে ৭ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাবুর

পুকুর নামক স্থানে কলাবাগান এলাকায় আলমাস হোসেন নামে এক ব্যক্তি কৃষি জমির ভিতর পুরোনো এসিড ব্যাটারি প্রক্রিয়াজাতের মাধ্যমে সীসা প্রস্তুত করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিক আলমাস হোসেনকে হাতে নাতে ধরা হয়। আলমাস আলী উপস্থিত সাক্ষীগণের সামনে তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ভ্রাম্যমান আদালতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামী অর্থদন্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাকে কারাদন্ড হতে অব্যাহতি দেয়া হয়।

একই সাথে পরিবেশ রক্ষা এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আগামী ১ দিনের মধ্যে তাদের সকল কার্যক্রম বন্ধ এবং কেমিক্যাল বর্জ্য যথাযথ ভাবে ডিসপোজ করার জন্য নির্দেশ প্রদান করা হয় যা পরিবেশ অধিদপ্তর বগুড়া মনিটরিং করবে। জনস্বার্থে পরিবেশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি

 

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *