![](https://bograsangbad.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রতিনিধিঃ রবিবার দুপুরে বগুড়া সদরের গোকুল পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ভারতের আগরতলায় বাংলাদেশী সহকারী হাইকমিশন অফিসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে র্যালি বের করা হয়।
র্যালি উদ্বোধন করেন পায়ে হেটে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যাত্রা করেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড, হোসনে আরা বেগম। এসময় তিনি বলেন, বাংলাদেশ ভারত সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ করে পথ চলতে চায়। বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এদেশে আমরা সকল মত ও ধর্মের মানুষের সাথে মিলে মিশে বসবাস করছি। এ সম্পর্ক যারা নষ্ট করতে চায় তারা আমাদের বন্ধু হতে পারেনা। যারা ভারতের আগরতলার বাংলাদেশেদী সহকারী হাইকমিশন অফিসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে তাদের বিরুদ্ধে ভারত সরকার দ্রুত আইনী ব্যবস্থা নিবে বলে আমরা আশা করছি।এসময় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি, সকল শিক্ষক, শিক্ষার্থী সহ আশেপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশ গ্রহণ করেন। র্যালিটি পুন্ড্র বিশ্ববিদ্যালয় থেকে পায়ে হেঁটে বের হয়ে বগুড়া জেলা প্রশাসাের কর্যালয় যেয়ে শেষ হয়।