বগুড়া সংবাদ ( ইমরান হোসেন ইমন , ধুনট) : বগুড়ার ধুনট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় এক আওয়ামীলীগ নেতা এবং ২০ মামলার এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার গ্রেপ্তারকৃত আসামীদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামের মৃত ছলিম তালুকদারের ছেলে গোপালনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার (৫৫) এবং নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মৃত জয়েন উদ্দিনের
ছেলে লস্কর (৫২)। পুলিশ জানায়, ২০১৮ সালে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর গোপালনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় ৮ ডিসেম্বর দুপুরে নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সহ প্রায় ২০টি মামলার পলাতক আসামী লস্করকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন,
গ্রেপ্তারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
Check Also
শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …