সর্বশেষ সংবাদ ::

টানা ২য় বারের মত শ্রেষ্ঠ ওসি হলেন শিবগঞ্জ থানার আব্দুল হান্নান

টানা ২য় বারের মত শ্রেষ্ঠ ওসি হলেন শিবগঞ্জ থানার আব্দুল হান্নান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ  ):  বগুড়া জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল হান্নান। গত শনিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়।এনিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন তিনি। পুলিশ সুপার জিদান আল মুসা পিপিএম শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান এর হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার ১২টি থানার ওসি এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আব্দুল হান্নান চলতি বছরের ২১ সেপ্টেম্বর শিবগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেন। এই সময় থেকেই তিনি আন্তরিকভাবে পুলিশি সেবা দিয়ে আসছেন।
তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার,মাদক, সন্ত্রাস, জুয়া ও চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন।
জেলার দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুল হান্নান বলেন, থানা হবে অসহায় ও দুস্থ মানুষের প্রথম ভরসাস্থল। এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এ পুরষ্কার আমাকে আরও ভাল কাজ করতে প্রেরণা যোগাবে।তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়াই আব্দুল হান্নানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই,সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর(আপন) সহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *