সর্বশেষ সংবাদ ::

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রীতি
ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্যদিয়ে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টি-টুয়েন্টি ম্যাচে সাধারন সম্পাদক একাদশকে ১০ রানে হারিয়ে সভাপতি একাদশ চ্যাম্পিয়ন হয়। টসে জিতে সভাপতি একাদশের অধিনায়ক মোস্তফা মোঘল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান জুয়েল হাসান সরাসরি বোল্ড হলে চাপে পড়ে সভাপতি একাদশ। তবে, আরেক ওপেনার টি এম মামুনের ৪৫ এবং মিডল অর্ডারে আল-আমিনের ২৫ রানে ভর করে সভাপতি একাদশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২২ রান তুলে প্রতিপক্ষের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। দলের পক্ষে আব্দুল ওয়াদুদ ৯, জাকিরুল ৪ এবং মোস্তফা মোঘল অপরাজিত ১০ রান করেন। জবাবে সাধারন সম্পাদক একাদশ সব ক’টি উইকেটে হারিয়ে করে ১১২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রানে অপরাজিত ছিলেন প্রতীক ওমর। পিয়াল করেন ১৬ রান। এছাড়া এম এ হাকিম ও সাইফুল ইসলাম প্রত্যেকে করেন ৪ রান। সভাপতি একাদশের মোস্তফা মোঘল ১৫ রানে ৪টি, টি এম মামুন ১৬ রানে ৪টি এবং মনির হোসেন ১৮ রানে ২টি উইকেট শিকার করেন। বিজয়ী দলের টি এম মামুন অলরাউন্ড নৈপূণ্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে রঙ-বেরঙ এর বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, স্কাইভিউ রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, বুশরা সেনেটারী ষ্টোর এর স্বত্তাধিকারী আসাদুল হক কাজল এবং এপোলো পাওয়ার লিংক এর পরিচালক ইঞ্জিঃ মাহবুব সাঈদী। এছাড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ম্যাচ পরিচালনা করেন বগুড়া আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল এবং সিরাজুল ইসলাম সাজু। স্কোরারের দায়িত্বে ছিলেন মি. কানু।

 

Check Also

বগুড়া জেলা পুলিশের শ্রেষ্ঠ ইনচার্জ নির্বাচিত হলেন শফিকুল ইসলাম

বগুড়া সংবাদ : বগুড়ায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *