সর্বশেষ সংবাদ ::

জেইউবি প্রীতি ক্রিকেট ম্যাচের জার্সি ও ক্যাপ উন্মোচন

জেইউবি প্রীতি ক্রিকেট ম্যাচের জার্সি ও ক্যাপ উন্মোচন

বগুড়া সংবাদ : সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) এর উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচের জার্সি ও ক্যাপ উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা। অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে দুই দলের জার্সি এবং ক্যাপ উন্মোচন করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক বলেন, ‘কর্মব্যস্ত জীবনে মাঝে মাঝে সাংবাদিকদের খেলাধুলা এবং বিনোদন প্রয়োজন। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র এই চমৎকার আয়োজন সদস্যদের মাঝে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।’ অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারন সম্পাদক এফ শাহজাহান, সহসভাপতি আব্দুস ছাত্তার, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক ও সেক্রেটারি একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, নির্বাহী সদস্য প্রতীক ওমর, সভাপতি একাদশের অধিনায়ক মোস্তফা মোঘল, সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, ইনসান আলী, জহুরুল ইসলাম, আব্দুর রহিম, রাজিকুল ইসলাম রাফু, শামীম আলম, ইকবাল হোসেন, সুমন সরদার, আল-মুমিন, এনাম আহম্মেদ বাবু, মতিয়ার রহমান, সেলিম উদ্দিন, সানাউল হক শুভ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

Check Also

শাজাহানপুরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *