

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাদ ফজর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বগুড়া জেলার ধুনট উপজেলার আঞ্চলিক বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হতে হচ্ছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯তম এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমার আয়োজক কমিটির সদস্য আলহাজ¦ হুমায়ন কবীর জানান, এক সময় ধুনটের সরুগ্রামের এই ইজতেমা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ^ ইজতেমা হিসেবে পরিচিত পেয়েছিল। প্রতি বছরের ন্যায় ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধায়নে ৪৯তম এই আঞ্চলিত বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই থাইল্যান্ডের একটি
জামাত ইজতেমা ময়দানে পৌঁছেছেন। এছাড়া আরব দেশ থেকে আরো কয়েকটি জামাত আসছেন। ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিগণ তিনদিন অবস্থান করে আল্লাহর ইবাদত পালন এবং দেশী- বিদেশী বক্তার ধর্মীয় বয়ান শুনবেন। ইজতেমার আয়োজক কমিটির অন্যতম সদস্য ধুনট উপজেলা ছাত্রদলের
সাবেক সভাপতি মোহাম্মদ আলী জন বলেন, ইজতেমা শুরুর ৭ দিন আগে থেকেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া মুসল্লিদের নিরাপত্তা দিতে স্বেচ্ছাসেবীরা অবস্থান করবেন। ইজতেমা ময়দান পরিদর্শনকালে ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন বলেন, ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করবেন। ইজতেমা ময়দানে নিরাপত্তা বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, ইজতেমা ময়দানে দেশী-বিদেশী মুসল্লিদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, ইজতেমা ময়দানে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।