সর্বশেষ সংবাদ ::

১৬ বছরে ফ্যাসিবাদী সরকার ক্রীড়াঙ্গন জিম্মি করে রেখে ছিলাে – হাবিবুর রশিদ সন্ধান 

১৬ বছরে ফ্যাসিবাদী সরকার ক্রীড়াঙ্গন জিম্মি করে রেখে ছিলাে – হাবিবুর রশিদ সন্ধান

বগুড়া সংবাদ :বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার ক্রীড়াঙ্গনকে জিম্মি করে রেখে ছিলাে । দেশের ক্রীড়াঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র প্রয়াত  আরাফাত রহমান কােকাের  ব্যাপক অবদান রয়েছে।  তাঁর স্মৃতিকে লালন করতে  খেলাধূলা পরিচালনায় ছাত্রদলের সহযােগিতা অব্যাহত থাকবে।

 বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  দুপুরে সারিয়াকান্দি পাবলিক মাঠে আপনার সাথে সংগঠনের আয়ােজনে  এবং  উপজেলা ও পৌর ছাত্রদলের তত্ত্বাবধানে আরাফাত রহমান কােকাে  স্মৃতি সারিয়াকান্দি ক্রিকেট প্রিমিয়ার লীগ( সিজন-১)/২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর হাসান পলাশ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন, থ্রিস্টার বনাম বালুয়াহাটা দুর্জয় সংঘ। বালুরতাইড় বনাম শহীদ মমতাজ একাডেমি।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার ক্রীড়াঙ্গনকে জিম্মি করে রেখে ছিলাে । দেশের ক্রীড়াঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র প্রয়াত  আরাফাত রহমান কােকাের  ব্যাপক অবদান রয়েছে।  তাঁর স্মৃতিকে লালন করতে  খেলাধূলা পরিচালনায় ছাত্রদলের সহযােগিতা অব্যাহত থাকবে।

 বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  দুপুরে সারিয়াকান্দি পাবলিক মাঠে আপনার সাথে সংগঠনের আয়ােজনে  এবং  উপজেলা ও পৌর ছাত্রদলের তত্ত্বাবধানে আরাফাত রহমান কােকাে  স্মৃতি সারিয়াকান্দি ক্রিকেট প্রিমিয়ার লীগ( সিজন-১)/২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর হাসান পলাশ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন, থ্রিস্টার বনাম বালুয়াহাটা দুর্জয় সংঘ। বালুরতাইড় বনাম শহীদ মমতাজ একাডেমি।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *