পত্নীতলায় সুমন হত্যা মামলার প্রধান আসামী আটক

পত্নীতলায় সুমন হত্যা মামলার প্রধান আসামী আটক

বগুড়া সংবাদ : পত্নীতলায় আলোচিত সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল ইসলামকে তথ্য প্রযুক্তির সহযোগীতায় পত্নীতলা থানা পুলিশ গাজীপুরের কোনাবাড়ী এলাকা হতে গ্রেপ্তার করেছে।

জানাগেছে, গত রবিবার রাতে নজিপুর বাসস্ট্যান্ড সিএন্ডবি মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট এর স্বত্বাধিকারী এবং নজিপুর সরকারি কলেজের ডিগ্রী ৪র্থ বর্ষের ছাত্র মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে ব্যবসায়ী সুমনকে নাদৌড় গ্রামীণ সড়কের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করলে পত্নীতলা থানা পুলিশ সুমনের মৃত দেহ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত সুমনের বোন মৌসুমী বাদী হয়ে নজিপুর বাসস্ট্যান্ড সিএন্ডবি মসজিদ মার্কেটের ব্যবসায়ী বুলবুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরো ৯/১০জনকে আসামী করে পত্নীতলা থানায় গত ১৮/১১/২০২৪ তারিখে মামলা দায়ের করলে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এস.আই আব্দুর রহমান ও এস.আই সুব্রর্ত কুমার ঘোষ সহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহযোগীতায় বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল ইসলামকে আটক করে নওগাঁ পুলিশ সুপার ও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ অন্তে উক্ত বুলবুল ইসলামকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং উক্ত হত্যা মামলার পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান জানান।

Check Also

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

বগুড়া সংবাদ :  বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *