বগুড়া সংবাদ : “মাঠে মাঠে রুপাসী ধান দেখলে ভরে সবার প্রাণ, জেগে উঠে সুরের তান ধান কাটতে গাই গান” এই শ্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস উপলক্ষে সোমবার বিকেলে বগুড়ার কাহালুর দামাই মাঠে কৃষক তারেক হোসেনের জমিতে ধান কর্তনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা (অতিরিক্ত) কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. তানভীর হাসান, উপ-সহকারি কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, মহিবুল ইসলাম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকুাবৃন্দ ও কৃষকবৃন্দ। ধান কার্তনের পূর্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তেলজাতীয় ফলনের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক প্রদর্শনীর মাঠ
দিবস কারিগরি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি
অফিসার মোছা. মেরিনা আফরোজ।
Check Also
সোনাতলায় তিনদিন ব্যাপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে, সোনাতলা …