সর্বশেষ সংবাদ ::

অন্যোর জমির ধান কাটা সর্ম্পকে ফেসবুকে অপপ্রচার চালানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাইকড় ইউনিয়ন বিএনপিনেতা মিনু

অন্যোর জমির ধান কাটা সর্ম্পকে ফেসবুকে অপপ্রচার চালানোর
তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাইকড় ইউনিয়ন বিএনপিনেতা মিনু

বগুড়া সংবাদ :  ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) আই ডি থেকে কাহালুর পাইকড় ইউনিয়ন বিএনপিনেতা কর্তৃক অন্যোর জমির ধান কাটা সর্ম্পকে যে অপপ্রচার চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিনু। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ফেসবুকে আমাকে নিয়ে ধান কাটার যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো, উক্ত জমির এম আর, সি এস, মাঠ পরচা ও পিন পরচা আমার বাবা আবু বক্কর সিদ্দিকের নামে। উক্ত জমির বিরুদ্ধে আদালতে মামলা করলে মামলায় আমরা ডিগ্রী লাভ করি। ডিগ্রী জারির মাধ্যমে আদালত হইতে কমিশন এবং স্থানীয় কাহালু থানার এস আই আমিনুল ইসলাম সহ পুলিশের সদস্যরা জমিতে গিয়ে ঢাকঢোল বাজিয়ে ও লাল ফ্লাগ পুতিয়ে দিয়ে আমাদেরকে দখল বুঝিয়ে দেয়। তারপর থেকে আমরা আমাদের জমিতে চাষাবাদ করে আসিতেছি। আমার দল বিএনপি ও আমাকে আওয়ামীলীগের পেতœারা সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালিয়েছেন। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *