বগুড়া সংবাদ : কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে, সোনাতলা উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায়, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প’র আওতায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ছিল প্রশিক্ষণের সমাপনী দিন। প্রশিক্ষণে ৩০ জন কর্মকর্তা ও ৩০ জন কিষাণ-কিষাণী মোট ৬০জন প্রশিক্ষণনার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন। তিনি বলেছেন আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সচেতনতা বিষয়টি খুব জরুরী। আমরা যদি সোনাতলায় একটি কৃষি উন্নয়নের আয়োজন করি তাহলে আমরা কৃষি উৎপাদন,বাজার জাতকরণ ও কৃষি যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করতে পারি। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আরিফুজ্জামান,প্রাণিসম্পদ অফিসার নুসরাত জাহান লাকী,পরিবার পরিকল্পনা দপ্তরের মেডিক্যাল অফিসার ডা.শরিফা নুসরাত,মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার শাহ জামাল,প্রকল্পের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ। সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু,সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাই, কৃষি সম্প্রসারণ অফিসের মোঃ হামিদুর রহমানসহ অনেকে।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …