বগুড়া সংবাদ : “স্কাউটিং করব, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউ্ধসঢ়;টস কাহালু উপজেলা কমিটির আয়োজনে শুক্রবার রাতে ৮ম
উপজেলা কাব স্কাউট ক্যাম্পুরীর তাবু জলসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাবু জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা, মেরিনা আফরোজ। উক্ত মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীনুজ্জামান শাহীন, কাহালু উপজেলা শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা রিসার্স সেন্টারের কর্মকর্তা ছায়েদুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহুরুল আলম, কাহালু সরকারি
মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক, বাংলাদেশ স্কাউ্ধসঢ়;টস কাহালু উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মো. রফিকুল
ইসলাম, সাবেক সম্পাদক আব্দুল হান্নান, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, বিনোদ কল্যাণপুর সহকারি শিক্ষক আব্দুল করিম, ৮ম উপজেলা কাব স্কাউট ক্যাম্পুরীর চিফ মো. মকবুল হোসেন
প্রমূখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঞয়।
Check Also
১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস
বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …