বগুড়া সংবাদ : ২০২২ সালে বগুড়ার ধুনট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার ৬১নং আসামী মুন্নাফ হোসেন (২৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গ্রেপ্তারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মুন্নাফ হোসেন ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। থানাসূত্রে জানাযায়, মামলার বাদী যুবদল নেতা এমদাদুল হক রনির ধুনট বাজারস্থ হোটেল আরাফাতের দ্বিতীয় তলায় ২০২২ সালের ৩০ মে বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরনে দোয়া মাহফিল চলাকালে হামলা চালায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু সেই সময় আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় থানা পুলিশ মামলাটি রেকর্ডভুক্ত করতে অপারগতা প্রকাশ করে। কিন্তু বর্তমানে আওয়ামীলীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় এই মামলাটি রেকর্ডভুক্ত করে ধুনট থানা
পুলিশ। এই মামলায় ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খানসহ ৬১জনকে আসামী করা হয়। তন্মধ্যে গত ১৩ নভেম্বর ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩১নং আসামী আড়কাটিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বেলাল মেম্বার (৪২) এবং ১৪ নভেম্বর রাতে একই মামলার ৬১নং আসামী মুন্নাফকে (২৫) গ্রেপ্তার করে। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, ওই মামলায় গ্রেপ্তারকৃত আরো একজন আসামীকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …