সর্বশেষ সংবাদ ::

বগুড়া ডক্টরস ক্লিনিকে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

বগুড়া ডক্টরস ক্লিনিকে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া শহরের শেরপুর রোড মফিজ পাগলা মোড়ে ডক্টরস ক্লিনিক ইউনিট-১ এ চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ও রোগীর স্বজনরা ক্লিনিকটি ঘেরাও করে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রোগীর নাম জাহানারা বেগম। তিনি শহরের ভাটকান্দি এলাকার মৃত আব্দুল বারীর স্ত্রী।

জানা যায়, (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ওই রোগীকে ডক্টর ক্লিনিকের ইমার্জেন্সি বিভাগে আনা হয়। এ সময় কর্মরত চিকিৎসক রোগীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে বসতে বলেন। সেইসাথে চিকিৎসক আরো বলেন ডা: মামুনুর রশিদ এসে তাকে দেখবেন। এর মধ্যে দুই ঘন্টা পার হয়ে গেলেও ডা: আসেননি। কিন্তু ডা: আসার আগেই রোগী মারা যায়। পরে চিকিৎসকের অবহেলায় রোগী মারা যাওয়ায় আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ক্লিনিকটি ঘেরাও করে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এসে এই মৃত্যুর জন্য ক্লিনিকের চিকিৎসক, নার্স  ও মালিককে দায়ী করে বিক্ষোভ শুরু করেন।

রোগীর স্বজন রাসেল জানান, রোগী তার বড় মা হোন। তার বড় মা হঠাৎ অসুস্থ হলে দ্রুত তাকে চিকিৎসক দেখানোর জন্য বিকেল ৪ টা ৩৬ মিনিটে ওই ক্লিনিকে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত স্টাফ ও নার্স রোগীকে নিয়ে গিয়ে রোগীর ডায়াবেটিস ও প্রেসার মেপে বলেন ডা: মামুনুর রশিদ এসে তাকে দেখবেন বলে রোগীকে ফেলে রাখেন। দুই ঘন্টা ফেলে রাখার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা জানান রোগী মারা গেছেন। শুধুমাত্র ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণেই তাদের রোগী মারা গেছেন বলে অভিযোগ করেন রাসেল।

ডা. মামুনুর রশিদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ওই সময় ক্লিনিকে ছিলাম না। রোগী নিয়ে আসার পর ডিউটিরত ডাক্তার দেখেন। এর কিছুক্ষণ পরই রোগী মারা যান।

ডক্টরস্ ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডাঃ মকবুলার রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ওই রোগী ডায়াবেটিসের। ডাঃ মামুনের রোগী। রোগীকে নিয়ে আসার পর পরই প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাঃ মামুনের জন্য অপেক্ষায় রাখা হয়। কিন্তু ডাঃ মামুন আসার আগেই রোগী মারা যান। ওই রোগীর চিকিৎসায় কোন অবহেলা করা হয়নি বলে তিনি দাবি করেন।

এদিকে, রোগী মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপস্থিত জনতা এবং ওই ক্লিনিকে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগী ও তাদের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা ছুটে আসেন। রোগীর স্বজনরা এ সময় ক্ষুব্ধ হয়ে ক্লিনিকে ভাঙচুর করেন এবং ক্লিনিকের কর্তব্যরত স্টাফদের ধাক্কাধাক্কি করেন। তারা বলেন, চিকিৎসক, ক্লিনিক কর্তৃপক্ষ ও স্টাফদের অবহেলাতেই রোগীর মৃত্যু হয়েছে। তারা রোগীদের চিকিৎসার চেয়ে ব্যবসায়িক দিকটাই বেশি দেখেন। অপরদিকে দুইজন ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *