সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে ইউএনও ও পিআইও কে বিদায়ী সংবর্ধনা

শাজাহানপুরে ইউএনও ও পিআইও কে বিদায়ী সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহাবুবুর রহমান অন্যেত্র বদলী হওয়ায় তাদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা শাজাহানপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাদেরকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

একই সাথে নবাগত ইউএনও তাইফুর রহমানকেও ফুলেল শুভেচছা ও স্বাগতম জানানো হয়।

বিদায়ী দুই কর্মকর্তা দ্বায়িত্ব গ্রহণের পর থেকেই তারা উপজেলার সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের কল্যাণে কাজ করেন। জনহিতকর কাজের মধ্য দিয়ে তারা অতি অল্প সময়ের মধ্যেই সুবিধাভোগী মানুষের মন জয় করেন এবং জনবান্ধন প্রশাসন হিসেবে খ্যাতি অর্জন করেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মুহসিয়া তাবাসসুম, নবাগত ইউএনও তাইফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম,উপজেলা প্রকৌশলী মুহা: ফারুক হাসান, বিদায়ী পিআইও মাহাবুবুর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ,আবুল কালাম আজাদ,আতিকুর রহমান,শাহাদাত হোসেন,ধর্মীয় ও সাহিত্য সম্পাদক মোস্তাকিম হোসাইন, সাবেক সহসভাপতি মেছবাউল আলম প্রমূখ।
এসময় প্রেসক্লাবের সহসভাপতি মাইনুল ইসলাম, শাহিন আলম, সাবেক সহসভাপতি আরিফুর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাইদুজ্জামান তারা, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ শাহীন আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, সদস্য শাহাআলম, আব্দুল ওহাব, সানোয়ার হোসেন, মিজানুর রহমান, নাজিরুল ইসলাম, খাজা রতন, মিজু আহমেদ, শাহেদ বাবুসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *