বগুড়া সংবাদ:বগুড়া শাজাহানপুরের গোহাইল বাজারের এস এ ট্রেডার্স এর স্বত্তাধিকারী মেহের আলম নামে এক বিসিআইসি ডিলারের গোডাউন থেকে ৩০০ বস্তা ভেজাল সার (টিএসপি) উদ্ধার করেছে প্রশাসন। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাইম। এসময় তাকে সহযোগীতা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফারহানা আফরোজ, থানা পুলিশ ও বিএসটিআই কর্মকর্তাগণ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন এই তথ্য নিশ্চিত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তি করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোহাইল বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাইম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে গোহাইল ইউনিয়নের বিসিআইসি ডিলার মেহের আলমের গোডাউন থেকে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা ভেজাল টিএসপি সার উদ্ধার করা হয়। যে বস্তায় প্যাকেটজাত সার বিএডিসি সরকারী ভাবে তিউনিশিয়া থেকে আমদানী করে কৃষকদের মাঝে স্বল্পমূলে বিক্রয় করা হয়। উদ্ধারকৃত সার নরসিংদী থেকে ক্রয় করেছেন বলে জানিয়েছেন ডিলার মেহের আলম। মেহের আলম উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল গ্রামের জিয়াউর রহমানের ছেলে। উদ্ধারকৃত সার জব্দ করে উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে।