সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে  ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি”

শিবগঞ্জে  ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি”

বগুড়া সংবাদ:বগুড়া শিবগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার আমতলি বন্দর  থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুগ্ধ স্কয়ারে  এসে এক বিশাল সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
  সভায় আরো  বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, হারুনুর রশিদ মাস্টার,ফারুক হোসেন, আনারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান,রাব্বিন হোসেন,দোজা ফকির,মাহবুবুর রহমান, আফসার আলী,আবু তাহের,রফিকুল ইসলাম, মহসীন আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন,মাহদী হাসান তমাল,স্বেচ্ছাসেবক দল নেতা এবিএম মাসুদ রানা মাসুম,রায়হানুল হক রনি, জনি ছাত্রদল নেতা বিপুল রহমান,মীর মুনসহ ইউনিয়ন ও পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উপলব্ধি করে দেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে।

Check Also

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল ও দোয়া মাহফিল

বগুড়া সংবাদ :  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় শোক মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *