সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

বগুড় সংবাদ :  বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুক্রবার  বিকালে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাত ছিনতাইকারীরা হলেন- গোকুল উত্তরপাড়ার জাকারিয়া ইসলাম, গোকুল পলাশবাড়ী এলাকার মামুন ইসলাম, চালিতাবাড়ি এলাকার মেহেদী হাসান, মহাস্থান মোল্লাপাড়া এলাকার জহির মোল্লা, গোকুল বোরহান গেট এলাকার মেহেদী হাসান, মহাস্থান পাথরপাড়া এলাকার মো. রিমন এবং মহাস্থান প্রতাব রাজু এলাকার রহমত আলী স্বপ্ন৷  রাত পৌণে ৯টায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, নারুলী ফাঁড়ির চেকপোস্টে  উত্তর চেলোপাড়া লাশ ঘরের সামনে একটি সিএনজি তল্লাশি করে সাতজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়৷ এসময় তাদের কাছ থেকে  একটি চাইনিজ কুড়াল, দুইটি বড় চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি বেতের লাঠি এবং ৮৯০ টাকা উদ্ধার করা হয়৷তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *