সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়া সংবাদ :  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে রবি-২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীত কালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত ৫নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জান্নান আরা তিথি প্রধান অতিথি হিসাবে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, কৃসি সম্প্রসারণ অফিসার জারিন তাসলিম নিলয়, উদ্ভিদ সংরক্ষণ অফিসার দিলীপ কুমার রায় সহ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৩হাজার ৫’শ ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানীর মধ্যে প্রত্যেককে ১কেজি সরিষার বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০কেজি  এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

Check Also

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *