বগুড়া সংবাদ :নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ-যুবলীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরণ মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,গত ২৪আগষ্ট রাতে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা,ভাংচুর ও আগুন ধরে দেয়ার অভিযোগে বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ৫৬জনের বিরুদ্ধে এজাহারনামীয় এবং আরো ৫০/৬০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী যুবলীগ নেতা উপজেলার বিষ্ণপুর গ্রামের হারুনুর রশিদ হিরু (৪০)কে মঙ্গলবার দুপুরে সদরের রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোমবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় আওয়ামীলীগ নেতা উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আব্দুল মান্নান (৬০) এবং এঘটনার সাথে জরিত সন্দেহে উপজেলার পাকুড়িয়া গ্রামের ফজলু আকন্দের ছেলে যুবলীগ নেতা আব্দুর রউফ বিদ্যুৎ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।