পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

বগুড়া  সংবাদ: “ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় যুব দিবস আয়োজন করেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন।

পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা শিক্ষা অফিসার ত্রিশিত কুমার চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা সামসুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু কুমার, সফল আত্মকর্মী আল-আমিন ও শারমিন আক্তার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সূধীজন প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ১৪ জন যুবদের মাঝে ঋণের ৫ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Check Also

Nejlepší internetové kasino bez vkladu Extra Listing v USA 2025

Chcete-li uplatnit bonus bez vkladu, zaregistrujte se v renomovaném online kasinu a dokončete proces potvrzení; …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *