সর্বশেষ সংবাদ ::

চলে গেলেন বিটিভির প্রযোজক বগুড়ার সন্তান মিজানুর রহমান মিল্টন

বগুড়া সংবাদ: বগুড়ার কৃতি সন্তান বিটিভির প্রযোজক (গ্রেড-২) বগুড়ার স্বনামধন্য প্রয়াত সাংবাদিক শেখ মাহবুব হোসেন লেমন এর ছোট ভাই সাবেক ছাত্রনেতা ও আবৃত্তিশিল্পী শেখ মাসুকুর রহমান শিহাব এর ছোট চাচা শেখ মিজানুর রহমান মিল্টন আজ বিকেল ৪:৪৫ মিনিটে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এর আগে গত কয়েকদিন তিনি রামপুরা ফরাজী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরের পর সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়ার সময় ইহলোক ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোক করে প্যারালাইসড অবস্থায় চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর, তাঁর জন্ম ১২ জানুয়ারি ১৯৭৮। মৃত্যুকালে স্ত্রী ফারজানা সুলতানা এবং দুই পুত্র ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া শেখ গোলাম মোস্তফা মেঘ ও ১ম শ্রেণি পড়ুয়া শেখ গোলাম মুহিকে রেখে গেছেন। তাঁর পিতা বগুড়া পৌরসভার ঠনঠনিয়া শহীদ নগর নিবাসী প্রয়াত শেখ মকবুল হোসেন এবং মাতা মমতাজ বেগম। পরিবারে ৪ ভাই ২ বোন মোট ৬ ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। ৬ ভাই বোনের মধ্যে এখন মাত্র এক ভাই আর এক বোন ছাড়া সকলেই প্রয়াত হয়েছেন। তিনি বগুড়া জিলা স্কুল এবং সরকারি আজিজুল হক কলেজে পড়াশোনা করেছেন। বিটিভিতে চাকুরিতে যোগদানের আগে তিনি একটি স্কুলে শিক্ষকতাও করেছেন। আজ মঙ্গলবার বাদ এশা বাংলাদেশ টেলিভিশন রামপুরা ভবনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেবে তাঁর মরদেহ। আগামীকাল বুধবার সম্ভাব্য সকাল ৯/১০ টার পর খান্দার আবহাওয়া অফিস সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে-পরিবার থেকে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

Check Also

দুপচাঁচিয়া পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন

বগুড়া সংবাদ : ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *