বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত

বগুড়া সংবাদ:  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ৫ কিলোমিটার রান ফর রিজিল্যান্স-২০২৪
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় পদ্মাপাড়ের মুক্তমঞ্চ থেকে নভোথিয়েটর মোড় হয়ে আইবাধ মোড় হয়ে মুক্তমঞ্চ মোড় এসে শেষ হয়। ৫ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতায় প্রায় এক হাজার রানার অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার মেডেল পরিয়ে দেন প্রশাসক মহোদয়। বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, যে কোন দুর্যোগে প্রস্তুতি থাকলে আমরা জয়ী হতে পারব। এ জন্য আমাদের নিজেদের প্রস্তুত রাখতে হবে। আগামীতেও বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠণে যুব সমাজ অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির এ আয়োজন করায়
তাঁদের ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটির সাবেক ম্যানেজিং বোর্ড মেম্বার কার্য নির্বাহী সদস্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, জেলা জজ (মানবাধিকার ও অপরাধ দমন) মোঃ আয়েজ উদ্দিন, জার্মান রেডক্রসের প্রোগ্রাম ডেলিগেটস মিস আনা মারিকুইনা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ডাইরেক্টর (ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ডিপার্টমেন্ট) ইমাম জাফর সিকদার, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ, রাজশাহী রানার্স কমিউনিটির এডমিন পিয়ারুল ইসলাম। প্রকল্পের ফিল্ড অফিসার আবু মোহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে রেডক্রিসেন্টের মির্জা শামীম আহসান, রেডক্রিসেন্টের পিপিপি প্রকল্প ডাঃ শাহনেয়াজ রশিদ সাব্বির, আবু মোঃ জুবায়ের, সাজেদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

Check Also

Как интернет-казино привлекают пользователей с помощью турниров

Как интернет-казино привлекают пользователей с помощью турниров Виртуальные казино активно применяют соревнования как механизм для …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *