সর্বশেষ সংবাদ ::

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ:বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) বগুড়া শাখা পরিষদ (২০২৪-২০২৭) নির্বাচন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। তিন বছর মেয়াদী এ কমিটিতে সভাপতি পদে মোঃ আতিকুর রহমান (মিঠু), সহ-সভাপতি নাসরীন সুলতানা, কোষাধ্যক্ষ ইসতিয়াক আহমেদ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হোন।

নির্বাচিত কমিটির অন্য সদস্যরা (প্রাপ্ত বয়ষ্ক) হলেন, রওশন আরা বেগম, খন্দকার মাহফুজুল আলম (লিখন), এস. এম. নূর-ই আলম সিদ্দিকী (পল্লব), মোঃ আলী মুর রাজী, নাসিমা সুলতানা (ছুটু), মেশকাত রহমান (কাকলী), নিলুফার নাহিদ (শিরিন), যুব সদস্যরা হলেন তারিনা তাবাসসুম, মোঃ ইয়ামিন ইসলাম এবং এক্স অফিসিও মোঃ আতিকুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল হাসান রানু, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল বারী ঈসা এবং সদস্য সচিব মোঃ আতিকুর রহমান।

 

Check Also

ধুনটে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব পরিবার, ক্ষতিপূরণ আদায়ে অনশন

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রামের আদম ব্যবসায়ী সোহান মিয়ার (২৮) প্রতারণার ফাঁদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *