বগুড়া সংবাদ: জমিজমার বিরোধ নিয়ে শেরপুর পৌরসভার বারোদুয়ারী পাড়া এলাকার লুৎফর রহমান রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, “আমি মোঃ লুৎফর রহমান গং (৫৫), পিতা- মৃত খয়েজ উদ্দিন তরফদার, সাং- মির্জাপুর সরকারপাড়া, ইউপি- মির্জাপুর, থানা- শেরপুর, জেলা- বগুড়া। আমি অভিযোগ করছি বিবাদী ১। মোঃ ফিরোজ আলী (৫৬), পিতা- মৃত আবু জাফর, ২। মোঃ রাহিম (৩৬), ৩। মোঃ রাকিবুল (৩৩) উভয়ের পিতা- মোঃ ফিরোজ আলী ৪। মোঃ মোর্শেদ (৬৫), পিতা- মৃত খামছা, সকলের সাং- রনবীরবালা, বর্তমান সাং- বারোদুয়ারী পাড়া, শেরপুর পৌরসভা, থানা- শেরপুর, জেলা- বগুড়ার বিরুদ্ধে এই মর্মে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়া উক্ত বিবাদীগণের সহিত দীর্ঘদিন যাবত আমাদের বিরোধ চলিয়া আসিতেছে। নি¤œ তফশিল বর্ণিত জমি আমাদের এলাকার ১৩/১৪ জনের সম্পত্তি। বিবাদীগন দীর্ঘদিন যাবত জোর পূর্বক জবর দখল করিয়া ইটের ভাটা করিয়া আসিতেছে এবং বসত বাড়ী নির্মাণ করিয়াছে। আমরা এলাকার লোকজন বিবাদীকে আমাদের জমি ছেড়ে দিতে বলিলে বিবাদী আমাদের কথার কোন কর্ণপাত করে না। এমতাবস্থায় ০৫/০৯/২০২৪ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় আমি উপরোক্ত বিবাদীগণকে আমাদের জমি ছেড়ে দিতে বলিলে বিবাদীগণ আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। নি¤œ তফশীল বর্ণিত জমি নিয়া বিবাদীরা যে কোন সময় আমাদেরকে প্রাণনাশ সহ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে পারে। উক্ত ঘটনার স্বাক্ষী ১। মোঃ মাজেম শেখ (৪৫), পিতা- মোঃ উজির উদ্দিন শেখ ২। মোঃ বোরহান উদ্দিন (৩৬) পিতা- মৃত রইচ উদ্দিন প্রাং ৩। মোঃ মোমিনুল ইসলাম ওরফে মামুন (৩০) পিতা- মোঃ ইব্রাহীম হোসেন সকলের সাং- মির্জাপুর, থানা- শেরপুর, জেলা- বগুড়া সহ আরো অনেকে অবগত আছেন। তফশীল: জেএল নং- ১৫৬, জেলা- বগুড়া, থানা- শেরপুর, মৌজা- মির্জাপুর। খতিয়ান নং ২৭৯, ২৪০, ৫৪৮, ৮৩৮, দাগ নং ১৪১৪, ১৪১৩, ১৪১৬, ১৪১৭, ১৪১৫, ১৪১৮, ১৪৪১, ১৪৫২, ১৪৫৩, ১৪৫৪, ১৪৪৩, ১৪৪৭, ৪১৭, ১৪৩৮, ১৪২৪, রকম- ভীটা/ধানী, পরিমাণ- ০৩ একর ২৮ শতক।
Check Also
আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ তিন প্রতারক গ্রেপ্তার; চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার এবং স্বামী-স্ত্রীসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে থানা …