শেরপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুর (বগুড়া) কামাল আহমেদ
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৯অক্টোবর) বেলা দশটার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাঁড়ই নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন এই তথ্য নিশ্চিত করে বলেন, আল আমিন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের উপজেলার গাঁড়ই নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শহিদুল ইসলাম। এরপর আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

Check Also

পত্নীতলায় যুবকের মৃতদেহ উদ্ধার

বগুড়া সংবাদ  :   নওগাঁর পত্নীতলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম সুমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *