সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে  ভিক্ষুককে পূর্নবাসনের জন্য দোকান ঘর প্রদান

বগুড়া সংবাদ: বগুড়া শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পূর্ণবাসন কর্মসংস্থান সহায়ক বিপনি বিতান দুই জন ভিক্ষুককে স্বাবলম্বী করার জন্য  তাদের মাঝে স্টল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে স্টল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতান মাহমুদ, এনামুল করিম, মহসিনা, আল আমিন, রাশেদুর রহমান, রুহুল আমিন, এস.এম আব্দুর রউফ, ইমরান হোসেন, মাহমুদুল ইসলাম, আরাফাত ইসলাম প্রমুখ। দুই ভিক্ষুকরা হলেন কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের ভিক্ষুক আজিমা বিবি, আলিয়ারহাট গ্রামের তাসলিমা।

কথা হয় ভিক্ষুক আজিমা বিবির  সাথে তিনি জানান স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে খুব কষ্টে ভিক্ষা করে জীবন যাপন করছি। কেউ তার দিকে সহযোগিতার হাত বাড়ায়নি। এখন একটি দোকান ঘর পেয়েছি আর ভিক্ষা করবো না। নতুন ভাবে  জীবন শুরু করবো।

Check Also

শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  বগুড়া সংবাদ :  সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *