সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে জামায়াত নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও নগত অর্থ সহায়তা

শিবগঞ্জে জামায়াত নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও নগত অর্থ সহায়তা

বগুড়া সংবাদ:বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারী পূজা মন্ডপ সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।মন্ডপ পরিদর্শের সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন এবং নগত অর্থ সহায়তা করেন।এসময় সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা শাহদাতুজ্জামান,সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন,উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব,জামায়াত নেতা ফারুক হোসাইন,মাসুদ চৌধুরী,আবুল কালাম আজাদ শিহাব,আশরাফ আলী,পৌর কাউন্সিলর শাহাদত হোসেন,গাজিউল ইসলাম,রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপে জামায়াতের নেতাদের পেয়ে শুভেচ্ছা ও ভালবাসায় বরণ করে নেন উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পর্ষদের নেতৃবৃন্দসহ মন্ডপের পুরোহিদরা।
সাবেক সংসদ সদস্য মাওলানা শাহদাতুজ্জামান বলেন,বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চেষ্টা করে যাচ্ছে।এ সংগ্রামে দেশের হিন্দু, মুসলিম, খৃষ্ঠান, বৌদ্ধ সকলের সহযোগিতার মধ্যমে একটি সুন্দর কল্যাণ কর রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সকলে মিলে দেশ গঠনে ভূমিকা পালন করি। উপজেলা জামায়াতের আমির আব্দুল বিপ্লব বলেন,শারদীয় দুর্গোৎসবের প্রথম দিন থেকেই আমাদের নেতাকর্মীরা  বিভিন্ন এলাকায় গিয়ে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে কথা বলছেন। দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মন্ডপে মন্ডপে যাচ্ছেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা এবং উপজেলার ৫৪ টি পূজা মণ্ডপে আমাদের সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Check Also

সোনাতলায় মরিচ চাষের লক্ষ্যমাত্রা ৯১০ হেক্টর জমি

বগুড়া সংবাদ :   বগুড়ার সোনাতলায় চলতি মৌসুমে ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *