বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের
বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ:  শুক্রবার সকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে ৮ শতাধিক ছাত্র ছাত্রীদের নগদ অর্থ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার মহা পরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির। সংস্থার পরিচালক আল ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ ওয়েভ নির্বাহী সম্পাদক নুরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন বর্তমান ছাত্র সমাজের জন্য একটি আশীর্বাদ। তাদের এ কার্যক্রমে আমাদের সবার স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আাশা দরকার। প্রধান আলোচক বলেন শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই চলবেনা, পাশাপাশি সৎ,দক্ষ ও আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি ছিলেন দ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ঢাকার সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, এ্যাড. শাকিল উদ্দিন, নুর মুহাম্মদ আবু তাহের। আরও উপস্থিত ছিলেন সংস্থার সাবেক ও বর্তমান পরিচালনা পর্ষদবৃন্দ সৈয়দ রোকনুজ্জামান, এ্যাড. নুরুল ইসলাম আকন্দ, আব্দুল হালিম, মিজানুর রহমান, এনামুল হক রানা, জাকিরুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, বর্তমান সদস্য সচিব, আবু হানিফা।
আয়োজকরা জানান এ বছর বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।

Check Also

১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *