
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়া উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত৯ অক্টোবর বুধবার বেলা ১১.০০ টায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতিআবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার দাসেরপরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান লিটন, সহ-সাধারণ সম্পাদক এমডি শিমুল, কোষাধ্যক্ষ গোলাম মুক্তাদির সবুজ, সাংগঠনিক সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, দপ্তর সম্পাদক আবু রায়হান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আবু কালাম আজাদ, আবু রায়হান প্রাং প্রমুখ। এদিকে ক্লাবের সাহিত্য সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম দেওয়ান অসুস্থতার কারণে দুপচাঁচিয়া একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় সভা শেষে ক্লাবের সদস্যগণ তাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেই সঙ্গে তারা অসুস্থ খাইরুলের দ্রুত সুস্থতা কামনা করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা