চাঁপাইনবাবগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার কর্মকর্তা

চাঁপাইনবাবগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার কর্মকর্তা

বগুড়া সংবাদ:  চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালকের পক্ষ থেকে ১৯ আনসার ব্যাটালিয়নের উপ অধিনায়ক বিকাশ চন্দ্র । মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

০৯ অক্টোবর (বুধবার) সকাল ১০ টার দিকে ঝংকার সংঘ গুড়িপাড়া দূর্গা মন্দির, চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটি, শিব কালি মন্দির দুর্গাপূজা মন্ডপ, বাইশ পুতুল সার্বজনীন দূর্গা মন্দির সহ বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন।

প্রতিটি মন্দির পরিদর্শনকালে তিনি মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি বলেন, এবার দুই দিন আগে থেকেই পূজার নিরাপত্তায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। নির্ভয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহ্বান জানান। তিনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান , সহকারী জেলা কমান্ড্যান্ট হুমায়ুন কবির সহ জেলা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ।

তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৬৬৬ টি মণ্ডপের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ লক্ষ ১২ হাজার ১৯২ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ৮ টি জেলায় প্রায় ২২ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আনসার ব্যাটালিয়ন সদস্যরা সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিরাপত্তা প্রদান করবে।

Check Also

১৫ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

বগুড়া সংবাদ : সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *